Oppo A12 বাংলাদেশে দাম কত ?
সব সময়ের চাহিদা সম্পন্ন ফোন গুলোর যদি তালিকা করা হয় তাহলে এই Oppo A12 মোবাইলটির দাম না বললেই নয়। গুগলে যে ফোন গুলো সার্চ হয়ে থাকে এটি আর বেশীরভাগ মানুষ সার্চ করে oppo a12 price বাংলাদেশে দাম কত ? যারা প্রশ্ন করে থাকেন তাদের জন্য আজকে এই ফোনের সমস্ত কিছু তুলে ধরা হবে।
একটি ফোন কেনার পূর্বে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে সেই ফোনের দামের পাশাপাশি কনফিগারেশনও দেখতে হয়। শুধু দাম দেখে ফোন কিনে থাকলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন।
তাই চলুন এই মোবাইল সম্পর্কে বিস্তারিত সমস্ত কিছু ধীরে ধীরে জানা যাক। আপনি অবশ্যই সমস্ত কিছু খুব ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবেন। তাহলে চলুন জেনে নেয়া যাক।
Oppo A12 বাংলাদেশে দাম কত

অপু মোবাইল দাম
ফোনটির কনফিগারেশন
এই ফোনটি তিন ধরণের নেটওয়ার্ক সাপর্ট রয়েছে যেমন ২জি, ৩জি এবং ৪জি ও সেই সাথে এই ফোনে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে।
যদি বডির কথা বলা হয় তাহলে এই ফোনে রয়েছে মিনিমাল নচ ডিসপ্লে যার ফ্রন্ট পাশে থাকছে গ্লাস এবং পেছন পাশ হবে প্লাস্টিকের। ফোনটির ওজন রয়েছে ১৬৫ গ্রাম।
ফোনটিতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ৬.২২ ইঞ্চি যার রেজুলেশন থাকছে ৭২০*১৫২০ পিক্সেল। ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন এবং আইপিএস এলসিডি টাচ স্ক্রিন ও সাথে মাল্টি টাচ ফিচার।
ক্যামেরার কথা বলতে গেলে দেখা যায় এই ফোনে ক্যামেরা ব্যবহার করা হয়েছে ১৩+২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা যেটি দিয়ে অনায়াসে ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করা যাবে এবং এই ফোনে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেল তাই তেমন ভালো কুয়ালিটির ভিডিও ধারণ করা যাবেনা।
এই ফোনে ব্যাটারি রয়েছে লিথিয়াম পলিমারের ৪২৩০ mAh ব্যাটারি। অপারেটিং সিস্টেম থাকছে Android Pie v9.0 (ColorOS 6.1.2) এবং চিপসেট থাকছে Mediatek Helio P35 (12 nm) ও এই ফোনে দুই ভ্যারিয়েন্টের র্যাম ব্যবহার করা হয়েছে একটি ৩ জিবি ও অন্যটি ৪ জিবি।
ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে অক্টাকোর এর এবং স্টোরেজ বা রম থাকছে ৩২ জিবি ও ৬৪ জিবি। চাইলেই কিন্তু এই ফোনে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুযোগ রয়েছে।
ফোনের প্রটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে সাধারণ সমস্ত লক ও ফিঙ্গার প্রিন্ট যেটি থাকছে ফোনের পেছন পাশে। তাছাড়াও ফেস আনলক ফিচারতো রয়েছেই।
অন্যান্য ফিচারঃ
ব্লটুথ, ওয়াইফাই, এফএমরেডিও, ওয়্যারলেস নেটওয়ার্ক, ফেস আনলক, ফিঙ্গার প্রিন্ট, ইউএসবি ২.০, ওটিজি জিবিএস।
ফোনটির ভালো এবং খারাপ দিক
সমস্ত কিছু যদি বিবেচনা করা হয় তাহলে এই ফোনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ এই ফোনে দুইটি র্যামের ভ্যারিয়েন্ট রয়েছে এবং সেই সাথে এই দামের মধ্যে পেছন পাশের ক্যামেরাটাও ভালো।
তাছাড়াও এই ফোনের সিকিউরিটি সিস্টেম অনেক ভালো সেই সাথে ফোনের ব্যাটারি, চিপসেট সমস্ত কিছুই দারুন লেগেছে। এখন যদি খারাপের কথা বলা তাহলে খারাপ নেই বললেই চলে কারণ এই ফোনে যা কিছু দরকার সমস্ত কিছুই রয়েছে শুধু যদি একটি ফাস্ট চার্জার থাকতো তাহলে বিষয়টি আরও অনেক ভালো হত।
এখন সব কিছু মিলিয়ে আপনি চাইলেই এই ফোনটি কিনতে পারেন।
এগুলো দেখতে পারেন,
- ৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা কিছু মোবাইল ফোন
- ১০ হাজার টাকা বাজেটের মধ্যে শাওমির কিছু ফোন
- ৭ হাজার টাকায় বাজেট ফোন না দেখলেই নয়
- মাত্র ১০ হাজার টাকায় যে সমস্ত ভিভো ফোন গুলো রয়েছে
দাম হলোঃ
অফিশিয়াল ✭ | ৳ ৯৯৯০ ৩/৩২জিবি ৳১৩,৯৯০ ৪/৬৪জিবি |