গ্যাজেট বাংলাদেশব্লগ পোস্টমোবাইল ফোন

Redmi 9 Dual Price in Bangladesh 2022

Redmi 9 Dual Price in Bangladesh সমর্পকিত আজকের এই রিভিউ টিউটোরিয়ালে আমি আপনাকে রেডমি ৯ ডুয়াল ফোনের সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো।

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন শুরু ফোনের দাম দেখেই ব্যাক করে দেয় কিন্তু এটি করা মোটেও উচিৎ নয় কারণ সমস্ত তথ্য জেনেই একটি ফোন কিনতে হয়।

তাই আজ আমি এমন সব তথ্য আপনাকে দিতে চলেছি যা অন্য কোথাও নাও পেতে পারেন। তাই একটু সময় নিয়েই দেখবেন।

এই ফোনের সমস্ত ফিচার এবং সেই সাথে ফোন সম্পর্কিত যে সমস্ত তথ্য এক জনের জানা দরকার সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানিয়ে দেয়ার চেষ্টা করবো।

দেখুন একটি ফোন কেনার পূর্বে সেই ফোনের শুধু দাম দেখলেই হয়না সাথে সেই ফোনের কনফিগারেশন ও ভালো এবং খারাপ দিক গুলো দেখার পরেই কিনতে হয়।

হতে পারে আপনি শুধু দাম দেখেই ফোনটি কিনে ফেললেন। তাই আমি মনে করি আজকের এই ছোট রিভিউ থেকে সমস্ত তথ্য জেনে নিয়েই ফোনটি কেনার চেষ্টা করুন। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক,

Xiaomi Redmi 9 Dual Price in Bangladesh

Official ✭৳12,999 4/64 GB
৳14,499 4/128 GB
Redmi 9 Dual Price in Bangladesh
Xiaomi Redmi 9 Dual

👉রেডমি নোট ৮ এর দাম ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

প্রথম রিলিজ৩১ আগস্ট ২০২০
রঙ কার্বন কালো, নীল, কমলা
সংযোগ
নেটওয়ার্ক২জি, ৩জি ও ৪জি
সিম ব্যবহারডুয়াল ন্যানো সিম কার্ড
ল্যানওয়াইফাই ডিরেক্ট ও ওয়াইফাই হটস্পট
ব্লুটুথভার্সন ৫.০, এ২ডিপি ও এলই (v5.0, A2DP, LE)
জিপিএসএ জিপিএস, গ্লনাস ও বিডিএস (A-GPS, GLONASS, BDS)
রেডিওএফএম রেডিও
ইউএসবিভার্সন ২.০
ওটিজিআছে
ইউএসবি টাইপ সিনেই
বডি
ধরণমিনিমাল নচ
ম্যাটারিয়েলফ্রন্ট সাইড গ্লাস ও বডি প্লাস্টিক
পানি প্রতিরোধীনেই
মাত্রা১৬৪.৯ x ৭৭.১ x ৯ মিলিমিটার
ওজন১৯৪ গ্রাম
ডিসপ্লে
সাইজ৬.৫৩ ইঞ্চি
রেজুলেশনএইডি + ৭২০*১৬০০ পিক্সেল
প্রযুক্তিআইপিএস টাচ স্ক্রিন
সুরক্ষা
বৈশিষ্ট্যমাল্টি টাচ
পেছন ক্যামেরা
রেজোলিউশনদুইটি ডুয়াল ১৩+২ মেগা পিক্সেল
বৈশিষ্ট্য PDAF, LED flash,HDR
ভিডিও রেকর্ডিংফুল এইচডি ১০৮০পি
সামনের ক্যামেরা
রেজোলিউশন৫ মেগাপিক্সেল
বৈশিষ্ট্যফোকাস ২.২, ও হাই ডেফিনেশন রেকর্ড
Video Recordingফুল এইচডি ১০৮০পি
  চার্জিং
ব্যাটারি ক্যাপাসিটিনন রিমুভাল ৫০০০ এমএইচ ব্যাটারি
চার্জার১০ ওয়াট ফাস্ট চার্জার
কর্মক্ষমতা
অপারেটিং সিস্টেমএন্ড্রয়েড ১১
চিপ্সেটমিডিয়াটেক হ্যালিও জি৩৫
রেম৪জিবি
প্রসেসরঅক্টাকোর
স্টোরেজ
রম এর সাইজ৬৪/১২৮ জিবি
মেমোরি স্লটআছে
সাউন্ড
অডিও জ্যাক৩.৫মিলিমিটার
বৈশিষ্ট্যলাউড স্পিকার
সুরক্ষা
ফিঙ্গার প্রিন্টপেছন পাশে রয়েছে
ফেস আনলকআছে
  আর ফিচার
নোটিফিকেশন লাইট
সেন্সরফিঙ্গার প্রিন্ট, এক্সেলেরোমিটার ও প্রক্সিমিটি
নির্মাণ করেছেশাওমি
তৈরি বাংলাদেশে
শেষ

আরও দেখুন,

শাওমি রেডমি নোট ১০ এর দাম ও ফিচার জানতে এখানে ক্লিক করুন

টেকনো মোবাইল গুলোর দাম জানতে এখানে চাপুন

বিবিধ বিস্তারিত

শাওমি রেডমি ৯ ডুয়াল ফোনটিতে ব্যবহার হয়েছে ২জি,৩জি ও ৪জি নেটওয়ার্ক প্রযুক্তি সেই সাথে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুবিধা।

স্টাইলের দিকে খেয়াল রেখে এই ফোনের সাথে ব্যবহার হয়েছে মিনিমাল নচ ডিসপ্লে যার সাইজ রয়েছে ৬.৫৩ ইঞ্চি ও সাথে রয়েছে আইপিএস টাচ এবং মাল্টিটাচ ফিচার।

ব্যাক ক্যামেরার জন্য এই ফোনে রয়েছে ডুয়াল ১৩+২ মেগা পিক্সেল ক্যামেরা ও সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল আর দুটি ক্যামেরা ব্যবহার করেই ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করা যাবে।

ফোনের স্টোরেজের জন্য রয়েছে ৪জি র‍্যাম ও ৬৪/১২৮ জিবি রম। তাছাড়াও এই ফোনের সাথে রয়েছে ৫০০০ এমএইচ ব্যাটারি ও ১০ ওয়াটের ফাস্ট চার্জার।

এদিকে অপারেটিং সিস্টেম রয়েছে এন্ড্রয়েড ১২ ও মিডিয়াটেক হ্যালিও জি৩৫ এর চিস্পেট এবং অক্টাকোর এর প্রসেসর। সাথে রয়েছে ফেস আনলক সার্ভিস ও ফিঙ্গার প্রিন্ট।

সর্ট ব্রিফ

নামশাওমি রেডমি ৯ ডুয়াল ক্যামেরা
মার্কেট স্ট্যাটাসপাওয়া যাবে
অফিসিয়াল দাম১২৯৯৯ ও ১৪৪৯০ টাকা মাত্র
রিলিজ তারিখ৩১ আগস্ট ২০২০
ভ্যারিয়েন্টর‍্যাম ৪জি ও রম ৬৪/১২৮জিবি

ভালো ও খারাপ দিক

দামের সাথে তুলনা করলে দেখা যায় এই ফোনটিতে সমস্ত কিছুই অনেক ভালো রয়েছে কারণ এই ফোনে অনেক বড় একটি ডিসপ্লে ব্যবহার হয়েছে ও সাথে মাল্টিটাচ ফিচার।

তাছাড়াও এই ফোনে ডুয়াল ক্যামেরা ব্যবহার হয়েছে সি সাথে ৪জি র‍্যাম ও দুই ধরণের রম। আর দুই ধরণের র‍্যাম হওয়াতে এই ফোনের ফিচারে এসেছে আলাদা এক পরিবর্তন।

অপারেটিং সিস্টেমও আপডেট ভার্সন রয়েছে শুধু তাই নয় চিপ্সেট যা রয়েছে সেটি ব্যবহার করে অনলাইন গেমস খেলতে কোন প্রকার সমস্যার তৈরি হবেনা।

আর যদি খারাপ দিকের কথা বলা হয় তাহলে প্রথমেই বলবো সেলফি ক্যামেরার কথা কারণ এই সময়ে যে সমস্ত ফোন গুলো রয়েছে তাঁর মধ্যে ৫মেগা পিক্সেল খুবই কম হয়েছে।

তাছাড়া আমার কাছে কোন কিছুই বাজে মনে হয়নি। তাই চাইলেই আপনি রেডমি ডুয়াল ক্যামেরার এই ফোনটি কিনতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *