Walton zx4 price in Bangladesh 2023
Walton zx4 price in Bangladesh – বিশেষ করে ওয়ালটনের যে সমস্ত মিডিয়াম বাজেটের ফোন রয়েছে সেগুলো মধ্যে ওয়ালটন ZX4 মডেলের ফোনটি এখন পর্যন্ত অনেকের চাহিদার একটি ফোন।
আর ২০২১ সালে রিলিজ হওয়া ফোনটি অনেকের কাছে পছন্দের হওয়ার পেছনে কারণ হচ্ছে এর কনফিগারেশন ও ফিচার গুলো। আর আপনি এই রিভিউ আর্টিকেলটি পড়লে আশা করা যায় এই ফোন সম্পর্কে সমস্ত কিছুই জানতে পারবেন।
সেই সাথে এই সময়ে Walton zx4 ফোনটি কেনা আপনার জন্য সঠিক হবে কিনা সেটি নিয়েও বিস্তারিত জানিয়ে দিবো কারণ এই সময়ের ফোন গুলোর সাথে আগের মডলের ফোন গুলোর তুলনা করা যায়না।
তাই আমি চেষ্টা করবো এই ফোনের সমস্ত ফিচার গুলো তুলে ধরতে এবং সেই সাথে এই ফোনটি আপনার কেনা উচিৎ কেনা সেটিও বলে দিবো। আপনি এই রিভিউ আর্টিকেলটি পড়লে সমস্ত কিছু জানতে পারবেন।
তাহলে চলুন Walton zx4 price in Bangladesh সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক,
Walton zx4 price in Bangladesh
Official ✭ | ৳26,999 |

দেখুনঃ সেরা বাজেটের মধ্যে ভিভো মোবাইল ফোন
Walton zx4 price in Bangladesh Highlight
প্রথমেই বলি এই ফোনের কানেক্টিভিটির দিকে। ফোনটির কানেক্টিভিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনের সাথে ব্যবহার করা হয়েছে 2G, 3G, 4G (VoLTE) নেটওয়ার্ক সিস্টেম এবং সেই সাথে আরও থাকছে Hybrid Dual Nano SIM ব্যবহার করার মত সুবিধা।
এছাড়াও এই ফোনের সাথে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ ভার্সন ৫.০ এবং সেই সাথে আরও থাকছে জিপিএস, এফএম রেডিও, ইউএসবি ২.০, ওটিজি সাপোর্ট এবং সেইস আথে আর থাকছে ইউএসবি টাইপ সি।
এদিকে ফোনটির বডির দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে এই ফোনের সাথে থাকছে Punch-hole ডিসপ্লে এবং সেই সাথে বডির ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়েছে Glass front & back, aluminum frame ও সেই সাথে ফোনটির বডি ডাইমেনশন থাকছে 164.9 x 76.7 x 8.6 millimeters এর।
এছাড়াও ফোনটির ডিস্প্লের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে এই ফোনের সাথে থাকছে ৬.৬৭ ইঞ্চির বড় মাপের একটি ডিসপ্লে যার রেজোলিউশন থাকছে Full HD+ 2400 x 1080 পিক্সেল। সেই সাথে ডিস্প্লের প্রযুক্তি হিসাবে থাকছে LTPS IPS Touchscreen ও মালটিটাচ ফিচার।
ফোনটির রিয়ার ক্যামেরা হিসাবে ব্যবহার হয়েছে Penta 64+8+5+2+2 Megapixel ক্যামেরা এবং সেই সাথে সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 32 Megapixel ক্যামেরা। সেই সাথে এই ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে UHD 4K মুডে ভিডিও ধারণ করা যাবে ও সেই সাথে সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডি ১০৮০পি মুডে ভিডিও রেকর্ড করা যাবে।
Lithium-polymer 4000 mAh ব্যাটারি ও 18W Fast Charging এর পাশাপাশি এই ফোনের সাথে থাকছে Android 11 অপারেটিং সিস্টেম এবং MediaTek Helio G95 এর চিপ্সেট।
Octa-core, up to 2.05 GHz প্রসেসর দ্বারা পরিচালিত এই ফোনের সাথে আরও থাকছে 8 GB র্যাম এবং 128 GB রম। এদিকে এই ফোনটির সাথে সিকিউরিটি জন্য থাকছে ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আনলক সুবিধা।
দেখুনঃ ১০ হাজার টাকার মধ্যে সেরা বাজেট ফোন দেখুন
ফোনটি কেন কিনবেন?
এই ফোনটি যদিও ২০২১ সালে রিলিজ হয় তারপরেও এই ফোনটির সাথে বর্তমান সময়ের ফোনের সাথে তুলনা করা যায়। কারণ এই ফোনের সাথে হাই রেজোলিউশনের ক্যামেরার পাশাপাশি এই ফোনের সাথে থাকছে ফাস্ট চার্জিং ব্যবস্থা এবং সেই সাথে আরও থাকছে অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ১১।
এছাড়াও এই ফোনের চিস্পেট থেকে শুরু করে প্রসেসর সমস্ত কিছুই অনেক বেটার রয়েছে। বিশেষ করে এই ফোনটির স্টাইল থেকে শুরু করে এর র্যাম ও রম বেটার থাকছে।
এই ফোনটি ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেননা যে, এই ফোনটি কতদিন আগে রিলিজ হয়েছে। চালানোর সময় দেখতে পাবেন এই ফোনটি ২০২২ এবং ২০২৩ সালে রিলিজ হওয়া ফোন গুলোর মতই এই ফোন কাজ করছে।
এখন আপনি একটু চিন্তাভাবনা করে দেখতে পারেন এই ফোনটি আপনার কেনা উচিৎ হবে কিনা। এর পরেও আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর প্রদান করা হবে।